About

জারিয়াহ্ ফুডস্ এর নামের উৎপত্তি সদগায়ে জারিয়াহ্ থেকে। আমরা সকলেই জানি সদগায়ে জারিয়াহ্ হচ্ছে অবিরত দান। মহান রাব্বুল আলামিন, সদগায়ে জারিয়াহ্ এর মাধ্যমে আমাদেরকে নেকি পাওয়ার এমন ব্যবস্থা করে দিয়েছেন যে, জন্ম থেকে মৃত্যুর পরবর্তী পর্যন্ত এই দানের প্রতিফলন একজন মানুষ পেতে থাকে।

জারিয়াহ্ শব্দের অর্থ অবিরাম আর আমাদের মূল লক্ষ্যই হল অবিরাম বিশুদ্ধ খাদ্য সামগ্রী দেশের মানুষের হাতে সুলভ হয়ে পৌঁছে দেওয়া। কোন প্রকার কেমিক্যাল অথবা ভেজাল মুক্ত খাদ্য সরবরাহের বিশ্বস্ত প্রতিষ্ঠান হবার লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চল থেকে নিরাপদ খাদ্য সংগ্রহ করে, তার পুষ্টিগুণ বজায় রেখে ক্রেতার হাতে পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।

জারিয়াহ্ ফুডস্ বর্তমানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উৎপাদিত বিভিন্ন ধরনের অর্গানিক খাদ্য সামগ্রী সংগ্রহ করে চলেছে। এছাড়াও বিদেশ থেকে ইমপোর্ট হয়ে আসা বিভিন্ন সীডস্ ও ফলমূল, সুলভে মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য অবিরাম কাজ করে চলেছে।

কয়েকজন তরুণের হাত ধরে সৃষ্ট জারিয়াহ্ ফুডস্ আপনাদের সমর্থন ও ভালোবাসা পেলে সামনের দিকে এগিয়ে চলবে কারণ আমরা বিশ্বাস করি, মানুষের বেঁচে থাকার জন্য জন্য সবচেয়ে বড় নিয়ামত খাদ্য এবং ভেজালের ভিড়ে বিশুদ্ধ খাদ্য সামগ্রী মানুষের দোর গোড়ায় পৌঁছে দিয়ে অবিরাম নেকি হাসিল করা সম্ভব।

তাই জারিয়া ফুডস সবসময় অবিরাম বিশুদ্ধতায় প্রতিশ্রুতিবদ্ধ।